বিগত ০৩ (তিন) বছরে লক্ষ্মীপুর জেলায় দরিদ্র মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ প্রকল্পের আওতায় ৯৪ জন মহিলাকে ক্রমপুঞ্জিতভাবে ১৪,১০,০০০/= টাকা বিতরণ করা হয়েছে। সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণ কার্যক্রমে ২৭০ জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজস্ব খাতে চলতি ২০২৩-২০২৪ অর্থ বছর থেকে মহিলা কম্পিউটার প্রশিক্ষণ এর আওতায় অফিস এ্যাপ্লিকেশান ও গ্রাফিক্স ডিজাই এন্ড মাল্টিমিডিয়া কোর্সে ৫০ জন মহিলাকে আইটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় বিগত ২০২২ – ২০২৩ অর্থবছর থেকে ১,৮০০ জন শিক্ষিত মহিলাকে ৫টি ট্রেডের মাধ্যমে প্রশিক্ষন দেওয়া হয়েছে। পাশাপাশি নারী ও শিশু পাচার প্রতিরোধ, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধকল্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১২ টি উঠান বৈঠকের মাধ্যমে ৩৬০ জন মহিলাকে সচেতন করা হয়েছে। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে সদর উপজেলায় ২৩,৩৩৬ জন, রায়পুর উপজেলায় ২২,৬৩৯ জন, রামগঞ্জ উপজেলায় ১৬,০৩৬ জন, রামগতি উপজেলায় ২০,৪৫৮ জন এবং কমলনগর উপজেলায় ২৭,৬৫৭ জন মিলিয়ে সর্বমোট ১,১০,১২৬ জন মহিলাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে ৬ টি বিশেষ খাতে ১,১৯,১৩৯টি সেবা প্রদান করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস